Skip to content

toaha63/smkw

Repository files navigation

শহীদ মুগ্ধ কিবোর্ড

⌨ সমর্থিত কীবোর্ড লেআউট

শহীদ মুগ্ধ কিবোর্ড এ আছে-

১) নরমাল ইংরেজি
২) বিজয় ইউনিকোড
৩) প্রভাত
৪) গীতাঞ্জলী
৫) মুনির অপটিমা
৬) শহীদ লিপি
[AltGR বাটনের কাজ বাম পাশের alt চেপে করা যাবে]

✨ বৈশিষ্ট্য

এছাড়াও আছে -

১) অটো সেভ ফিচার: প্রতিটি অক্ষর লেখার পরে স্বয়ংক্রিয়ভাবে ওই ফাইলে অক্ষরগুলো সেভ হবে। আপনাকে আলাদাভাবে সেভ করতে হয় না।
২) অফলাইন ফন্ট বেজ: কিছু ফন্ট অফলাইনে অ্যাকসেস করতে পারেন
৩) ক্যাশ ক্লিনার: ক্যাশ ফাইলগুলো অটো ডিলিট করে ফেলতে পারবে ১ ক্লিকে
৪) কি ব্লকার: এর সাহায্যে নির্দিষ্ট কোনো বোতাম ব্লক করে রাখতে পারবেন

*ভবিষ্যতে আরও লেআউট, ফন্ট যোগ করা হবে। আমাদের সঙ্গে থাকুন।

🛡️ নিরাপত্তা এবং গোপনীয়তা বিজ্ঞপ্তি

শহীদ মুগ্ধ কিবোর্ড সম্পূর্ন ফ্রি, নিরাপদ। আমরা ব্যাবহারকারী কে সম্মান করি এবং কোনো তথ্য সংগ্রহ করি না। ওপেন করতে সমস্যা হলে সাময়িক সময়ের জন্যে উইন্ডোজ ডিফেন্ডার বা এন্টিভাইরাসটি ডিসেবল করে নিন।

"শহীদ মুগ্ধ কিবোর্ড ২.০৮" ওপেন করার সময় কিছু অ্যান্টিভাইরাস একে ভাইরাস হিসেবে চিহ্নিত করতে পারে, কারণ আমরা কোড সাইনিং সার্টিফিকেট কিনতে পারিনি টাকার অভাবে।

💬 যোগাযোগ

কোনো প্রয়োজনে যোগাযোগ:
১) প্রোগ্রামার: হাসিন ইশরাক তোহা: মেইল | ফেসবুক
২) স্প্ল্যাশ স্ক্রীন ডিজাইনে: শাহানাজ মীম

About

Resources

Stars

Watchers

Forks

Packages

No packages published

Contributors 2

  •  
  •  

Languages